Professors Current Affairs June 2022 PDF | প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২২

0

সকল কারেন্ট অ্যাফেয়ার্স এর ডাইরেক্ট ডাউনলোড লিংক দেওয়া হয়েছে। আপনি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন৷ সবগুলো ফাইল গুগল ড্রাইভে আপলোড করা হয়েছে। আমাদের Dreams to BCS এখন থেকে সকল মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ডাউনলোড করতে পারবেন একদম ফ্রি!

কারেন্ট এফেয়ার্স বলতে আমরা যেটা বুঝি সেটা হল এটার হার্ড কপি। কিন্তু বর্তমানে এটারও পিডিএফ পাওয়া যায় কিন্তু অফিসিয়ালি এর কোন পিডিএফ বের হয়না। বিভিন্ন ওয়েবসাইট এবং ফেসবুক গ্রুপের পিডিএফ পাওয়া যায়। আমরা বলছি না যে আপনি পিডিএফ শুধু পড়বেন আপনি এর হার্ডকপি সফট কপি দুটোই সাথে রাখবেন। কারেন্ট অ্যাফেয়ার্স এর দাম মাত্র 20 টাকা। মনে হয় না টাকা দিয়ে কারেন্ট এফেয়ার্স কিনা কারো পক্ষে অসাধ্য ব্যাপার।

তবে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ কঁপি অর্থাৎ সফট কপি যেটা আছে সেটা বহন করতে সুবিধা মানে এর জন্য আলাদা কোন জায়গা লাগছে না। আপনি যেখানে খুশি সেখানে পড়তে পারছেন পিডিএফ এর সুবিধা এই টুকুই।

আমাদের রিকমেন্ডেশন থাকবে আপনারা অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স এর হার্ডকপি কিনবেন এবং এর পিডিএফ টা আপনারা যে কোন সময় যে কোন জায়গায় আপনার ফোনে সেটা পড়তে পারবেন।




Book Name: প্রফেসর’স কারেন্ট অ্যাফেয়ার্স জুন ২০২২

Date: জুন  2022

Genre: General Knowledge

File type: PDF

File size: 15.06 MB

Download Link: Download now 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top