১.পালক বা আঁশের ন্যায় মেঘকে কি বলে??
উত্তরঃ সিরাস
২.'অশ্ব অক্ষাংশ' বলা হয় কোন বলয়কে??
উত্তরঃ ক্রান্তীয় শান্ত বলয়কে
৩.বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি কে কী বলে?
উত্তরঃ বায়ুর আর্দ্রতা
৪.বাংলাদেশের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়?
উত্তরঃ সিলেট
৫.কার্বন-ডাই-অক্সাইড একটি গ্রিনহাউজ গ্যাস
৬.১৯২৬ সালে কোথায় দাঙ্গা হয়?
উত্তরঃ কোলকাতায়
৭.নেহেরু রিপোর্ট পেশ করা হয় কত সালে?
উত্তরঃ ১৯২৮ সালে
৮.'সাম্প্রদায়িক রোয়েদাদ' ঘোষণা করেন কে?
উত্তরঃ ম্যাকডোনাল্ড
৯.মোহাম্মদ আলী জিন্নাহ কোনটির প্রবক্তা?
উত্তরঃ দ্বিজাতিতত্ত্ব
১০.দ্বিজাতিতত্ত্ব কেন ঘোষিত হয়?
উত্তরঃ আলাদা ভূখণ্ড গঠনের জন্য
১১.ভারত শাসন আইন ব্রিটিশ পার্লামেন্টে কবে গৃহীত হয়??
উত্তরঃ ১৮৫৮ সালে
১২.লাহোর প্রস্তাব গৃহীত হয় কত তারিখে?
উত্তরঃ ২৩ মার্চ
১৩.লাহোর প্রস্তাবকে 'দাসত্ব' হিসেবে অভিহিত করেন কে?
উত্তরঃ জওহরলাল নেহেরু
১৪.লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে?
উত্তরঃ একে ফজলুল হক
১৫.পিড়কা সরাসরি কোথায় উন্মুক্ত হয়?
উত্তরঃ পেলভিসে
১৬.একজন স্বাভাবিক মানুষ দৈনিক কি পরিমাণ মূত্র ত্যাগ করে?
উত্তরঃ ১৫০০ মি.লি.
১৭.কোন জাতীয় খাবার খেলে মূত্রের অম্লতা বৃদ্ধি পায়?
উত্তরঃ আমিষ জাতীয়
১৮.রেনাল ধমনি থেকে আফারেন্ট আর্টারিওল ক্যাপসুলের ভিতর ঢুকে কয়টি কৈশিক জালিকা তৈরী করে??
উত্তরঃ ৫০টি
১৯.কিডনী ডায়ালাইসিস--সময়সাপেক্ষ ও বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধন
২০.প্রতিটি নেফ্রন গঠিত হয়ঃ- ১টি রেনাল করপালস ও রেনাল টিউবিউল নিয়ে
