তারিখঃ ৭ জুলাই ২২
শিরোনামঃঅবৈধ, তবু স্বচ্ছন্দে চলে স্বাচ্ছন্দ্য পরিবহনের বাসঅবৈধ, তবু স্বচ্ছন্দে চলে স্বাচ্ছন্দ্য পরিবহনের বাস
• অবৈধ- invalid / illegal /illicit / forbidden / illegitimate /prohibited/improper/impermissible
• তবু –in spite of /nonetheless /withal /still
• স্বচ্ছন্দ-easy /relaxed
• স্বচ্ছন্দে- at ease
• চলে –run
• স্বচ্ছন্দে চলে - run at ease / run easily
• স্বাচ্ছন্দ্য পরিবহন-Shacchondo Paribahan
• স্বাচ্ছন্দ্য পরিবহনের-of Shacchondo Paribahan
• বাস-buses
• স্বাচ্ছন্দ্য পরিবহনের বাস-the buses of Shacchondo Paribahan
• স্বচ্ছন্দে চলে স্বাচ্ছন্দ্য পরিবহনের বাস - the buses of Shacchondo Paribahan run easily
• তবু স্বচ্ছন্দে চলে স্বাচ্ছন্দ্য পরিবহনের বাস - still the buses of Shacchondo Paribahan run easily
• অবৈধ, তবু স্বচ্ছন্দে চলে স্বাচ্ছন্দ্য পরিবহনের বাস- invalid, still the buses of Shacchondo Paribahan run easily /invalid, but the buses of Shacchondo Paribahan run easily
রুট পারমিট ছাড়া নির্ধারিত রুটে বাস চালানো অবৈধ।
• রুট পারমিট- route permit
• ছাড়া-except/without/barring
• রুট পারমিট ছাড়া- except route permit / without route
• নির্ধারিত রুট- scheduled route / designated route
• নির্ধারিত রুটে- on a scheduled route
• চালানো-running
• বাস চালানো- running a bus
• অবৈধ-illegal
• বাস চালানো অবৈধ- running a bus is illegal
• নির্ধারিত রুটে বাস চালানো অবৈধ- running a bus on a scheduled route is illegal
• রুট পারমিট ছাড়া নির্ধারিত রুটে বাস চালানো অবৈধ- running a bus without route on a scheduled route is illegal
তবে এই পারমিট না থাকা কোনো বাধা নয় ঢাকার সাইনবোর্ড-জিরানী বাজার রুটের (এ-৩১৩) স্বাচ্ছন্দ্য পরিবহনের অধীনে চলা বাসের ক্ষেত্রে।
• তবে এই পারমিট না থাকা কোনো বাধা নয় –but having no route permit is not a barrier
• ঢাকার সাইনবোর্ড-জিরানী বাজার রুটের (এ-৩১৩) স্বাচ্ছন্দ্য পরিবহনের অধীনে-under Shacchondo Paribahan on Signboard-Zirani Bazar route in Dhaka
• চলা বাসের ক্ষেত্রে-for the running buses
• ঢাকার সাইনবোর্ড-জিরানী বাজার রুটের (এ-৩১৩) স্বাচ্ছন্দ্য পরিবহনের অধীনে চলা বাসের ক্ষেত্রে- for the running buses under Shacchondo Paribahan on Signboard-Zirani Bazar route in Dhaka
• তবে এই পারমিট না থাকা কোনো বাধা নয় ঢাকার সাইনবোর্ড-জিরানী বাজার রুটের (এ-৩১৩) স্বাচ্ছন্দ্য পরিবহনের অধীনে চলা বাসের ক্ষেত্রে- but having no route permit is not a barrier for the running buses under Shacchondo Paribahan on Signboard-Zirani Bazar route in Dhaka
ট্রাফিক পুলিশের সামনে দিয়েই বাসগুলো অবৈধভাবে সড়কে নেমে যাত্রী পরিবহন করছে।
• পরিবহন করা –transport
• পরিবহন করছে-are transporting
• যাত্রী পরিবহন করছে- are transporting passengers
• সড়কে নেমে যাত্রী পরিবহন করছে- are transporting passengers being on the road
• অবৈধভাবে সড়কে নেমে যাত্রী পরিবহন করছে- are transporting passengers being on the road illegally
• বাসগুলো অবৈধভাবে সড়কে নেমে যাত্রী পরিবহন করছে-Buses are transporting passengers being on the road illegally
• পুলিশের সামনে দিয়েই বাসগুলো অবৈধভাবে সড়কে নেমে যাত্রী পরিবহন করছে- Buses are transporting passengers being on the road illegally in front of the police
• ট্রাফিক পুলিশের সামনে দিয়েই বাসগুলো অবৈধভাবে সড়কে নেমে যাত্রী পরিবহন করছে- Buses are transporting passengers being on the road illegally in front of the traffic police
# অবশ্য রুট পারমিট ছাড়া বাস চালানোর ক্ষেত্রে সাধারণ বাসমালিকদের ব্যয় অনেক বেশি।
• অবশ্য রুট পারমিট ছাড়া বাস চালানোর ক্ষেত্রে সাধারণ বাসমালিকদের ব্যয় অনেক বেশি- however, without route permit the ordinary bus owners have to bear higher cost to run the buses
Your Turn (Break-Translate-Rearrange)
ঢাকায় পরিবহন খাতে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতির একটি উদাহরণ এই স্বাচ্ছন্দ্য পরিবহন।
