১.কোনটির সাথে কম্পিউটারের সব যন্ত্রাংশ যুক্ত থাকে??
উত্তরঃ মাদারবোর্ড এর সাথে
২.CPU এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Central Processing Unit
৩.কম্পিউটারের হার্ডডিস্ক চালু করার পর কি ঘটে?
উত্তরঃ প্লটারগুলো ঘুরতে থাকে
৪.সহায়ক চিপসেটের কাজ কি?
উত্তরঃ সিপিইউ এর সাথে অন্যান্য যন্ত্রপাতির কার্যক্রম সমন্বয় করা
৫.RAM কে কি বলা যায়?
উত্তরঃ অস্থায়ী মেমোরি
৬.জালনোট শনাক্তকরণে কোনটির সাহায্য নেওয়া হয়?
উত্তরঃUV রশ্মির
৭.মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি??
উত্তরঃ MRI
৮.Na এর শিখা পরীক্ষায় কত তরঙ্গদৈর্ঘ্যের বর্ণালী সৃষ্টি হয়?
উত্তরঃ 590nm
৯.শিখা পরীক্ষায় কোন আয়নটি নীলাভ সবুজ বর্ণ দেখায়??
উত্তরঃ Cu
১০.রাদারফোর্ড এর আল্ফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপ যুক্ত পর্দা ব্যবহার করা হয়??
উত্তরঃZnS
১১.কোন নীতির সাহায্যে মূলত অরবিটাল সমূহ ইলেকট্রন বিন্যস্ত হয়?
উত্তরঃআউফবাউফ
১২.কোন অঞ্চলে H-বর্নালীর ব্র্যাকেট সিরিজের উদ্ভব ঘটে?
উত্তরঃIR অঞ্চলে
১৩.মানুষের স্থায়ী দাঁত কয়টি?
উত্তরঃ৩২ টি
১৪.কোন এনজাইম স্নেহজাতীয় খাদ্য হজমে সাহায্য করে??
উত্তরঃ লাইপেজ
১৫.লালার এনজাইম কোনটি?
উত্তরঃটায়ালেজ
১৬.ডিওডেনাম দেখতে কেমন?
উত্তরঃ ট আকৃতির
১৭.পাকস্থলীর প্রাচীরে কী গ্রন্থি থাকে?
উত্তরঃগ্যাস্ট্রিক গ্রন্থি
১৮.গ্যাস্ট্রিক গ্রন্থির কোন রস পরিপাকে সাহায্য করে?
উত্তরঃপাচক রস
১৯.ভিলাই কোথায় থাকে?
উত্তরঃইলিয়ামে
২০.ইলিয়ামে কোন প্রক্রিয়ায় শোষণকার্য সম্পন্ন হয়??
উত্তরঃব্যাপন
